ফিচার

সন্ধান মিলল বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়ার : আকার মানুষের চোখের পাতার মতো

টিম সিলি পয়েন্ট June 26, 2022 at 4:52 am ফিচার

অণুবীক্ষণ ছাড়া কি ব্যাকটেরিয়াকে দেখা সম্ভব?

সাম্প্রতিক আবিষ্কারের পর মেনে নিতেই হবে যে, সম্ভব। 

এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার সন্ধান মিলল, যাকে খালি চোখেই দেখা যায়। নাম থায়োমার্গারিটা ম্যাগনিফিকা (Thiomargarita magnifica), আকারে মানুষের চোখের পাতার মতো। এতদিন এই তকমা ছিল থায়োমার্গারিটারই আর একটি প্রজাতি থায়োমার্গারিটা নামিবিয়েন্সিস (Thiomargarita namibiensis)-এর দখলে। এবার তারই নিকটাত্মীয় আকারের দিক থেকে পিছনে ফেলে দিল তাকে। সম্প্রতি সায়েন্স জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, উত্তর আমেরিকার পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ গুয়াদেলুপের ম্যানগ্রোভ বনে এটিকে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। 

বাদাবনের এই ব্যাকটেরিয়া প্রায় এক সেন্টিমিটার লম্বা এবং আকারে ফলের মাছি ড্রসোফিলার থেকে দু-তিন গুণ বড়। তবে বিজ্ঞানীদের মতে,  এটি ২ সেমি. পর্যন্ত লম্বা হতে পারে (একটি চীনা বাদামের সমান), যা সাধারণ ব্যাকটেরিয়ার দৈর্ঘ্যের চেয়ে অনেকটাই বেশি। ব্যাকটেরিয়াটির গড় কোশের দৈর্ঘ্য ৯,০০০ মাইক্রোমিটারের বেশি। সাধারণত ব্যাকটেরিয়াতে তার জিনোমিক অঙ্গাণুগুলো কোশের ভিতর ভেসে থাকে। কিন্তু এই বিশেষ ব্যাকটেরিয়াতে সেই অঙ্গাণুগুলো ধারণের জন্য আলাদা প্রাচীরের থলি রয়েছে – যা উন্নত প্রাণীদের কোশে দেখা যায়। এ নিয়ে বিস্তারিত গবেষণা চলছে।  

........................... 

তথ্যঋণ : thegurdian.com 

*******************************

#silly point # Thiomargarita #largest bacterium #bacteria # science #বিজ্ঞান #ফিচার #ব্যাকটেরিয়া #থায়োমার্গারিটা #সিলি পয়েন্ট # টিম সিলি পয়েন্ট # বাংলা পোর্টাল

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

10

Unique Visitors

181995