কবিতা

দুটি কবিতা

স্বপন ভট্টাচার্য Mar 27, 2021 at 4:47 am কবিতা

......................

(১)

কুয়াশাকে বলি

অনিবার্য বলে কিছু নেই

আকাশ অপরাজিতার মত নীল

সোনালি মাকড়শা এক জাল বুনে

উঠে এল বাতিস্তম্ভের গায়ে

শাল আর সেগুনের বীজ 

চড়াইয়ের ঠোঁট থেকে খসে পড়া

পালকের সাথে পাল্লা দিয়ে 

উড়ে উড়ে ভেসে ভেসে

একবার নেমে এল এ চিলেকোঠায়

 

কুয়াশাকে বলি 

অনিবার্য বলে কিছু নেই

চিলেকোঠা  ঘর  তুমি ঢেকে দিতে পারো

অদূরে এপ্রিলমাস

বুড়ি পিসিমার মত হাইওয়ে ঘুমিয়েছে

বুকের আঁচল পাশে ফেলে

 

 

 (২)

মাটির উপরিভাগ থেকে সুড়ঙ্গ কাটতে কাটতে

আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছে যাব ভেবেছিলাম,তবে

ম্যাগমা স্তরে পাঁচখানা বিলুপ্তির লাভা জমে আছে।

ছাঁচে ঢালাই করা ডোকরা কবুতর, অতিকায় গিরগিটি

আর সন্দেহপ্রবণ নিয়ানডারথাল পিতৃপুরুষের দল

পথ আটকে দাঁড়ালে বিলুপ্তির ঈশ্বরকে অনির্লন্ঘ্য ভেবে

আমরা তড়িঘড়ি  উঠে এসেছি বিভাজিকার এপার ওপার।

 

এই গাঢ় ক্যানিয়ন বরাবর হেঁটে গেলে  আমরা পুনরায় 

একই জায়গায় ফিরে আসবো। বিভাজিকার উত্তর ও দক্ষিণ

এই দুই তীরে দু'খানি সভ্যতা, মাঝে যার অতিকায় গহ্বর।

.................................... 

[অলংকরণ : ঐন্দ্রিলা চন্দ্র] 

#কবিতা #poem #স্বপন ভট্টাচার্য #সিলি পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.