ভালো খবর

পুনের সংস্থার অন্যায্য দাবিকে হারিয়ে জিআই ট্যাগ পেল সুন্দরবনের মধু

টিম সিলি পয়েন্ট Jan 6, 2024 at 8:40 pm ভালো খবর

জিআই তকমা বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেল সুন্দরবনের মধু। জয়নগরের মোয়ার পর দক্ষিণ ২৪ পরগনা জেলার মুকুটে জুটল আরও এক পালক। সঙ্গে বাংলার পক্ষ থেকে জলপাইগুড়ির কালো নুনিয়া চাল, পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ, বীরভূমের গরদ ও কোরিয়াল শাড়িও পেয়েছে জিআই তকমা পেয়েছে। তবে এই মধুর পেটেন্ট পেতে আবেদন করেছিল পুনের এক সংস্থাও। তাকে পরাজিত করেই জিআই ট্যাগ ছিনিয়ে নিয়েছে সুন্দরবন।

২০২১ সালের অক্টোবর মাসে  সবাইকে রীতিমতো চমকে দিয়ে সুন্দরবনের মধুর জিআই স্বত্বের জন্য আবেদন জানিয়েছে পুনের বেসরকারি সংস্থাটি। জানা গেছিল, সুকৌশলে সুন্দরবনের ঠিকানায় নতুন একটি সংস্থা তৈরি করে ঘুরপথে সুন্দরবনের মধুর জিআই তকমা পাওয়ার জন্য আবেদন জানিয়েছে ওই সংস্থা। আর এই খবর শোনার পরই লিখিত অভিযোগ জানানো হয় চেন্নাইয়ের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস কর্তৃপক্ষকে। প্রমাণপত্র-সহ সুন্দরবনের বেশ কয়েকজন মউলি (মধু সংগ্রহকারী) অভিযোগ জানান রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের পেটেন্ট ইনফর্মেশন সেন্টারে। চেন্নাইয়ের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয় পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের পক্ষ থেকে। এ-বছরের গোড়াতেই এল সুখবর। সুন্দরবনের মধুর চাহিদা মানুষের কাছে যথেষ্ট।  এবার জিআই তকমা মেলায় বিশ্বজুড়ে চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন সকলেই। 

..................


#Geographical Indications #GI Tag #Sundarban Honey #silly পয়েন্ট

Leave a comment

All fields are required. Comment will appear after it is approved.

trending posts

newsletter

Connect With Us

today's visitors

32

Unique Visitors

217847